Pakundia Pratidin
ঢাকাবুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

সত্য সুন্দরের নিদারুণ পরাজয়

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অঙ্কুর মামুন

মূর্খদের দখলে এখন চলে যাচ্ছে
সমাজ রাষ্ট্র রাজনীতি!
আমরা অসহায় শুধু চেয়ে চেয়ে দেখি
সুশীলদের পরাজয়, দুর্বলদের চোখের জল!
ধাপ্পাবাজ, চোর, চামচাদের কাছে
হেরে যায় তরতাজা সুন্দর জীবন
এখন দাসীদের ঘরে জন্ম নিচ্ছে নেতা।
এককালের নেংটি ইঁদুর গৃহস্থকে শুনায়
ফসলের গান।

নটীর ছেলেরা সমাজের ঘাড়ে বসে করে রাজত্ব
আঙ্গুল উঁচিয়ে দেয় বিচারের রায়।
কতটা অধঃপতন সমাজের হলে
সবুজ গ্রাম চলে যায় নেকড়েদের দখলে।
মূর্খে’রা দেয় ক্ষমতার স্লোগান!
দিন দিন মানুষ গুলো জিম্মি হয়ে যাচ্ছে
রক্তচোষা অমানুষের কাছে।

আমরা অসহায় শুধু চেয়ে চেয়ে দেখি
সত্য সুন্দরের নিদারুণ পরাজয়।