বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাচ্ছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২৯ অক্টোবর থেকে শেষ হয়ে যাচ্ছে তার এক বছরের নিষেধাজ্ঞা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন সাকিব আল হাসান। এর জন্য বিকেএসপিতে গুরু মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেদীন ফাহিমের তত্ত্বাবধানে কঠোর অনুশীলনও শুরু করে করছিলেন। কিন্তু ম্যাচ স্থগিত হওয়ায় তিনি ফিরছেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে।