পাপ্র ডেস্ক :
মহামারীর বিশ্ব সংকটেও বিশ্বের সর্বোচ্চ পূন্যময় স্থান পবিত্র মক্কাতুল মুকাররামায় সরকারী নির্দেশনা মেনে আদায় হচ্ছে পবিত্র হজ্ব। আজ হজ্বের প্রথম কাফেলা ইহরাম বেঁধে তাওয়াফে কুদুম পালনের মধ্য দিয়ে হজ্বের সূচনা করেন।
পবিত্র ঘর মক্কাতুল মুকাররামা ও মদিনাতুল মুনাওয়ারার নিয়মিত খবর সংক্রান্ত্র ফেসবুক পেজ” হারামাইন শরিফাইনের খবর ” থেকে এ তথ্য পাওয়া যায়।তাওয়াফে কুদুম পালনের সময়ে কাবার মেহমানগন স্বচ্ছ হৃদয়ে, শুভ্র পোষাক গায়ে জড়িয়ে সিজদাবনত হয়ে নিজেকে প্রিয় ও নৈকট্যশীল বান্দা রূপে সাব্যস্ত করার এই আয়োজনে এখন সবাই সিক্ত।
পবিত্র হজ্ব ও মসজিদুল হারামে অনেকদিন পর শুরু হলো ইহরাম, তাকবীর, তালবীয়া ও তাওয়াফের বিবরণ। সেলাইবিহীন কাপড়ে মহান আল্লাহর অতিথিরা পবিত্র হজ্ব পালনে নিমগ্ন রয়েছেন।