Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুর পৌর নির্বাচনে ছেলে মেয়র পিতা কাউন্সিলর প্রার্থী

প্রতিবেদক
Nazmul
ডিসেম্বর ৩১, ২০২০ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ছেলে মেয়র ও তার পিতা কাউন্সিলর প্রার্থী হয়েছেন।এমনি বিচিত্র ঘটনাটি ঘটেছে আসন্ন শরীয়তপুর সদর পৌরসভা নির্বাচনে।

ছেলে জাতীয় পার্টি থেকে মনোনীত মেয়র প্রার্থী ও পিতা ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তারা শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ড পালং উত্তর বাজারের নিরালা আবাসিক এলাকার বাসিন্দা।

পিতা-পুত্র প্রার্থী হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুজনই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

শরীয়তপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শরীয়তপুর ১নং ওয়ার্ডের নিরালা আবাসিক এলাকার মৃত জব্বার আলী সরদারের ছেলে চান মিয়া সরদার ২০০১ সালে শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। বর্তমানে তিনি ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও তার ছেলে সাহিদ সরদার জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী।

চান মিয়া সরদার বলেন, আমি কাউন্সিলর পদে নির্বাচন করছি। আমার ছেলে জাতীয় পার্টি থেকে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনগণ আমাদের পাশে থাকলে বিজয় সুনিশ্চিত।

সাহিদ সরদার বলেন, আমি মেয়র পদে জাতীয় পার্টি থেকে নির্বাচন করছি। সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব।