দক্ষিণ-পূর্ব ইউরোপের রোমানিয়ায় একটি করোনা হাসপাতালে গতকাল শনিবার (১৪ নভেম্বর) আগ্ননিকান্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের অবস্থা গুরুতর।
আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। দেশটির কর্মকর্তারা জানান, পিয়াত্রা নিমট কাউন্টি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) প্রথমে আগুন লাগে। পরে তা আইসিইউর পাশের কক্ষে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার স্পষ্ট কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২০১৫ সালের পর রোমানিয়ায় সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড এটি। ২০১৫ সালে দেশটির রাজধানী বুখারেস্টের একটি নৈশক্লাবে আগুনে ৬৫ জন নিহত হয়েছিলেন।