রক্তজলে ফোটাই ফুল
অঙ্কুর মামুন
ক্লান্তি’রা রাতে এলে ভালো হয় নিদ্রা সুখ,
বিধাতার অপার দান নরনারী প্রেম সম্ভোগ।
তারাময় আকাশ পূর্ণিমা সফেদ চাঁদ,
স্বর্গের অংশ বুঝি প্রেমময় এই রাত।
বিরহ কাতর পাখি, নিদ্রাহীন আঁখি,
হাজার বছর দীর্ঘ এই রাত জেগে থাকি।
তবুও কাটে না বিরহের দীর্ঘ আয়োজন,
কৃপণ প্রেয়সী প্রেম তার নেই প্রয়োজন।
তবুও হৃদয়ের রক্তজলে ফোটাই ফুল,
আশেক আমি যার ভাঙ্গে যদি তার ভুল।