কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজার যমুনা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।
১৭ ফেব্র“য়ারী বুধবার সকালে মির্জাপুর বাজারে খান প্লাজার ২য় তলায় এই শাখার উদ্বোধন করেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারওয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, হাজী জাফর আলী কলেজের অধ্যক্ষ নারায়ন দেবনাথ, প্রভাষক আতাউর রহমান সোহেল, শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, এবি সিদ্দিক খোকা চেয়ারম্যান, আঃ মান্নান প্রমুখ।