Pakundia Pratidin
ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

মো: আরমান হোসেনের ছড়া “প্রার্থনা”

প্রতিবেদক
Nazmul
সেপ্টেম্বর ৬, ২০২০ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রার্থনা
আয় আল্লাহ গুনাহ’র সাথে জরিয়ে,
সময় খাটাচ্ছি আমি রাত্র-দিন,
তোমার হুকুম যতটাই করি পালন
তার চেয়ে বেশি আদেশ বিহীন।

এই আমল করে’যে জান্নাত পাবো
তার যায় না করা আশা,
জাহান্নাম আমার অবধারিত
কবর হবে সাপ বিচ্ছুর বাসা।

ঘর হতে ঘর পাড়ায় পাড়ায়
চারিদিকে শুধু গুনাহ আর গুনাহ,
অশ্লীলতার ছুড়াছুঁড়ি নারী বেগানা
চোখ আমার হয় না হেফাজত, শুধু গুনাহ।

এমন সমাজে থেকে আমি
হচ্ছি গুনাহগার,
তোমরা দয়া বিনে প্রভু
জান্নাত হবে না আর।

তাই আমি তুলে দুই হাত
করি প্রভু তোমার নিকট প্রার্থনা,
এমন মৃত্যু দাওগো আমায়
যার উছিলায় জান্নাত হয় শেষ ঠিকানা।