বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হচ্ছে কলকাতার প্ল্যাটফরম আড্ডা টাইমসের জন্য চার পর্বের ওয়েব সিরিজ ‘ভালোবাসা’। এখানে জুটিবদ্ধ হলেন মোশাররফ করিম এবং জাকিয়া বারী মম। মুনতাহা বৃত্তার রচনায় ওয়েব সিরিজটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। গতকাল থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ওয়েব সিরিজটির দৃশ্য ধারণের কাজ।
এ ছাড়াও গাজীপুর এবং মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনেও চলবে পরবর্তী দৃশ্য ধারণের কাজ। এ বিষয়ে নির্মাতা আবু হায়াৎ মাহমুদ বলেন, ‘প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছি, তাও আবার বড় একটি প্ল্যাটফরমের জন্য। এটা সত্যি আনন্দের। আরও আনন্দের যে, এটিতে আমার প্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী মম আছেন। আশা করছি, ওয়েব সিরিজটি সবার ভালো লাগবে।