
মেয়ের ছবিতে নাক না গলাতে বাবাকে নোটিশ!
বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি এখন ‘মতিচোর ছাকনাচোর’ ছবিতে কাজ করছেন। কিন্তু এতে তার বাবা নাক গলাচ্ছেন বলে অভিযোগ প্রযোজক–পরিচালকের!
এ কারণে একটি আইনি নোটিশ পাঠিয়ে সতর্ক করা হয়েছে তাকে। ভারতীয় ট্যাবলয়েড মুম্বাই মিররে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
নোটিশে নির্মাতারা উল্লেখ করেন, এ ছবির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই সুনীল শেঠির। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি যদি কিছুতে হস্তক্ষেপ করেন তাহলে তা গোপনীয়তা লঙ্ঘন বলে ধরে নেওয়া হবে। এক্ষেত্রে লোকসানের দায়ভার তার ওপর বর্তাবে।
উল্লিখিত নোটিশ প্রসঙ্গে ৫৩ বছর বয়সী সুনীল শেঠি মুম্বাই মিররকে বলেন, ‘সময় এলেই এ নিয়ে কথা বলবো।’
