Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

মেমসাহেবের রচয়িতা নিমাই ভট্টাচার্য আর নেই

প্রতিবেদক
Nazmul
জুন ২৫, ২০২০ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

পাপ্র ডেস্ক:

প্রখ্যাত সাংবাদিক, খ্যাতিমান লেখক ও ঔপন্যাসিক, বাংলা ভাষায় বহুল পঠিত ও তুমুল জনপ্রিয় কথাসাহিত্যিক নিমাই ভট্টাচার্য মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় প্রকাশনা সংস্থা দে’জ পাবলিশিং।

তার জন্ম ১৯৩১ সালে। নিমাই ভট্টাচার্য ভারতে জন্মগ্রহণ করলেও তার আদিনিবাস বাংলাদেশের যশোরে। যশোরের সম্মিলনী ইনস্টিটিউশনে ক্লাস নাইন পর্যন্ত পড়েছেন তিনি। তারপর ১৯৪৭ সালের দেশভাগের সময় চলে যান কলকাতা।

তার সবচে বিখ্যাত বই ‌’মেমসাহেব’। এই বইয়ের জন্য তিনি বিপুলভাবে সমাদৃত ও পরিচিত। ‘মেমসাহেব’ চলচ্চিত্রে রূপ পায় ১৯৭২ সালে। তাতে কেন্দ্রীয় বাচ্চু চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার। এছাড়া অভিনয় করেছিলেন মেমসাহেব হিসেবে অপর্ণা সেন। এরপর তার অনেক উপন্যাসের চিত্রায়ণ হয়েছে। ১৯৬৮ সালে প্রকাশ পায় ‘মেমসাহেব’। তাঁর প্রকাশিত উপন্যাসের সংখ্যা ১৫০টিরও বেশি।