Pakundia Pratidin
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধাদের সম্মানী বাড়িয়ে ২০ হাজার করার সুপারিশ

প্রতিবেদক
Nazmul
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৬:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান সম্মানী পর্যালোচনা করে তাদের সচ্ছল জীবনযাপনের লক্ষ্যে মাসিক সম্মানী আট হাজার টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদ ভবনে গতকাল শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এই সুপারিশ ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অনিয়ম তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি শাজাহান খানকে আহ্বায়ক এবং কাজী ফিরোজ রশীদ ও মোছলেম উদ্দিন আহমদকে সদস্য করে উক্ত তদন্ত কমিটি গঠিত হয়।

বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, কাজী ফিরোজ রশীদ এবং মোছলেম উদ্দিন আহমদ সহ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।