মিসরের সিনাই উপত্যকায় হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়।
নিহত ব্যক্তিদের সবাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মাল্টিন্যাশনাল ফোর্স অ্যান্ড অবজারভার্সের (এমএফও) সদস্য।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন আমেরিকান, একজন ফরাসি ও একজন চেক রিপাবলিকানের নাগরিক। এমএফওর কর্মকর্তা ব্র্যাড লিঞ্চ এএফপিকে বলেন, তাঁদের সংস্থার পক্ষ থেকে হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।