আরমান হোসেন : পাকুন্দিয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) নির্বাচিত হয়েছেন খন্দকার মোঃ শাহ আলমগীর।
তিনি উপজেলার কোদালিয়া সহরুল্লা ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার ( ১৮ আগস্ট ) বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়াল্ড ২০২২ শিক্ষা বিস্তার ও মানব কল্যান বিশেষ অবদান রাখার জন্য কিশোরগঞ্জ জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক খন্দকার শাহ মোঃআলমগীর ও কোদালিয়া সহরুল্লা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
তিনি ঐতিহাসিক কোদালিয়া সহরুল্লা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় ১৯৯৩ সালে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন । এরপর ২০২০ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হন। পাকুন্দিয়া উপজেলায় ১৯১০ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক কোদালিয়া সহরুল্লা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় শিক্ষাঙ্গন, ঝরে পড়া শিক্ষার্থীরোধ ও ফলাফল বিপর্যয় ঠেকাতে অগ্রণী ভূমিকা রাখেন। তার নেতৃত্বে পাকুন্দিয়া উপজেলার অন্যতম সেরা বিদ্যালয়ে পরিণত হয়েছে কোদালিয়া সহরুল্লা ইসলামীয়া উচ্চ বিদ্যালয়। সুসজ্জিত ভবন ও শ্রেণিকক্ষ, পরিপাটি অফিস, নিয়মিত পাঠদানের পাশাপাশি সংস্কৃতি চর্চা ও ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
পাপ্র/আইরিন লাবনী