পাপ্র ডেস্ক : গত কাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর দক্ষিণখান থানার কোটবাড়ি চড়ইটেক এলাকায় নিজ বাড়ির সামনে মাদকাসক্ত সৎ ছেলে ইয়াসিনের হাতে খুন হয়েছেন বাবা মোহর উদ্দীন মিলন (৪০)।
নিহতের ছোটভাই হৃদয় জানান, তার ভাই মোহর উদ্দিনের আগের স্ত্রী মারা যাওয়ায় তিনি ইয়াসিনের (১৬) মাকে বিয়ে করেন। ইয়াসিন মাদকাসক্ত হওয়ায় প্রায় তাদের মধ্যে বিবাদ হতো।
গতকাল শুক্রবার রাতে কলহের একপর্যায়ে ইয়াসিন ছুরি দিয়ে মোহর উদ্দীনকে আঘাত করে।পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবা মোহর উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানা কোতোয়ালিতে। তার বাবার নাম মোহাম্মদ আলী।