মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের পলাশের স্ত্রী সোনালি বেগম এই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
মাথা দুইটি হলেও তার দুটি হাত দুই পা এবং প্রসাব পায়খানার পথ একটি ।
জন্মের সময় বাচ্চার টি স্বাভাবিক কান্নাকাটি ও প্রস্রাব পায়খানা করেছে আল্লাহ রহমতে বর্তমানে বাচ্চাটি সুস্থ আছেন।
মাগুরা জাহান ক্লিনিক এর ডাক্তার মাসুদুল হক সফলভাবে অপারেশনটি সম্পন্ন করেন।
শোকরিয়া মহান আল্লাহর কাছে,
আলহামদুলিল্লাহ বাচ্চাটি বেঁচে আছেন।মা সুস্থ আছেন