স্টাফ রিপোর্টারঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী একেএম দেলোয়ার হোসেন (এফসিএমএ) ।
রবিবার সকালে পাকুন্দিয়া সরকারি কলেজে শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পাঞ্জলি অর্পনের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেই সাথে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ায় শরীক হন।
পরে বিকেলে উপজেলার তারাকান্দি এলাকায় প্রয়াত এমপি শামসুল হক গোলাপ মিয়া স্মৃতি সংসদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।
পাপ্র/শাহিন/শাহরিয়া