Pakundia Pratidin
ঢাকাবুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

মসূয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিজয়ী হলেন যারা

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হাসান মোরাদ : কটিয়াদি উপজেলার মসূয়া ইউনিয়নের মসূয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে।

আজ ০৭সেপ্টেম্বর বুধবার সকাল ১০:০০ থেকে বিকেল ৪:০০ পর্যন্ত এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মসূয়া বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আরিফুজ্জামান খোকা “চেয়ার ” প্রতীক নিয়ে ৬৩৯ ভোট পেয়ে প্রথম নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান আকন্দ (বাবুল মাস্টার) “মাছ” প্রতিকে পেয়েছেন ৪৭৬ ভোট। বুরুদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ হাবিবুল্লাহ হাবিব “তালা” প্রতীকে পেয়েছেন ৪৫৪ ভোট। মসূয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য শফিকুল ইসলাম শরীফ “ফুটবল” প্রতীকে ৩৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে অন্যন্য প্রার্থীদের মধ্যে ফারুক মিয়া আনারস প্রতিকে ২৯৬ ভোট, মসূয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য সালাহউদ্দিন টুটুল “মোটরসাইকেল” প্রতীকে ২৭৬ ভোট, কফিল উদ্দিন মোরগ প্রতিকে ২৭২ ভোট,মুক্তার উদ্দিন বই প্রতিকে ১৯৪ ভোট পেয়েছেন।

নির্বাচনের প্রিসাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন কটিয়াদি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী খান। নির্বাচনের মোট ভোটার ছিল ১৪০৭ জন। পাকুন্দিয়া ও কটিয়াদী দুই উপজেলায় হতে ১৫৬৫ জন শিক্ষার্থী মসূয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করছেন।

পাপ্র/সুআআ