Pakundia Pratidin
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

মঠখোলায় অতিবৃষ্টিতে প্রধান সড়ক বিচ্ছিন্ন

প্রতিবেদক
Nazmul
জুলাই ১১, ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 

পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা হাজী জাফরআলী কলেজ সংলগ্নে অতিবৃষ্টিতে মঠখোলা – থানারঘাট হয়ে গাজীপুর যাওয়ার একমাত্র রাস্তাটি ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছে পাকুন্দিয়া কটিয়াদী দুই উপজেলার কয়েক হাজার মানুষ।

শনিবার (১১ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা গেছে, মঠখোলা হাজী জাফরআলী কলেজ সংলগ্নে অতিবৃষ্টিতে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছে এলাকাবাসী।

এলাকাবাসী জানান, রাস্তাটি দিয়ে কটিয়াদী, পাকুন্দিয়া উপজেলার কয়েক হাজার মানুষ ও যানবাহন থানারঘাট হয়ে কাপাসিয়া, গাজীপুর এবং রাজধানী ঢাকায় যাতায়াত করে। আগেও একবার রাস্তাটি সংস্কার করা হয়েছিল আজ অতিবৃষ্টিতে আবার ভেঙ্গে গেছে যার কারণে চরম দুর্ভোগে দুই উপজেলার কয়েক হাজার মানুষ।

এগারসিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান সরকার জানান, রাস্তাটি আগেও একবার ঠিক করা হয়েছিল। আজ আবার অতিবৃষ্টিতে ভেঙ্গে গেছে উপজেলা প্রকৌশলী অফিসে জানিয়েছি তারা রিং পাইপ দিয়ে খুব তাড়াতাড়ি রাস্তাটি সংস্কার করিববেন। উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুল্লাহ জানান, রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন।