Pakundia Pratidin
ঢাকারবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে লেপ তোষকের কারখানা আগুনে পু্ড়ে ছাই

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

এম.আর রুবেল, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে লেপ তোষকের কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়ায় ভিআইপি প্লাজা সংলগ্ন এলাকায় মাসুদ মিয়ার লেপ তোষকের কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তৎক্ষণিক তা জানা যায়নি।

ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দীর্ঘ একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয় বলে দাবি ভুক্তভোগীদের।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আজিজুর হক রাজন জানান, ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দীর্ঘ একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। এতে করে কারখানার মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয় বলে জানান।

পাপ্র/সুআআ