Pakundia Pratidin
ঢাকারবিবার , ২৩ আগস্ট ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

ভাবপেয়ালা

প্রতিবেদক
Nazmul
আগস্ট ২৩, ২০২০ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আসিফ খন্দকার
———————–
ভাল্লাগেনা কেমন জানি উদাস লাগে মন
মনের ভিতর বিরূপ হাওয়ায় হচ্ছি উচাটন
এমন কেন লাগছে মনে মনকে বলি শোন্
আমি তো আর নই গো কবি নির্মলেন্দু গুন,
বুকের ভিতর হেলাল হাফিজ দুঃখ করে ফেরী
রবীন্দ্রনাথ চোখের পরে সঙ্গে সোনার তরী
মধুসুদন দাঁড়িয়ে আছে হৃদয়াক্ষের তীরে
তাঁদের মতো আমার কেন নীড় জোটেনা নীড়ে।
হাফিজ-রুমি শরাব ঢালে ভাবপেয়ালা জুড়ে
বুকের ভিতর সানাই বাজে বিসমিল্লার সুরে
চৌরাসিয়ার বাঁশির মতো পরান কাঁদে রোজ
ফেরদোসিকে স্বপ্নে কেন করছি নিতি খোঁজ?
লালন- হাসন কেমন জানি দেখতে লাগে শখ
বুকের ভিতর পাগলা কানাই রোজ করে বকবক।