
বিশ্ব সুন্দরীতে পরীমনি
নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী‘।
বুধবার (৩ মার্চ) হোটেল সোনারগাঁওয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ চলচ্চিত্র নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। চলচ্চিত্রটি নির্মাণ করবে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে।
এ ছায়াছবির মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটিবদ্ধ হয়ে আসছেন চিত্রনায়ক সিয়াম ও চিত্রনায়িকা পরীমনি।
তাঁর সহশিল্পী হিসেবে থাকবেন নায়ক সিয়াম আহমেদ। ছবিতে শোভা চরিত্রে অভিনয় করবেন পরীমণি।এতে গুরত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। এ ছাড়াও আছেন মনিরা মিঠু ও আনন্দ খালেদসহ অনেকে। ছবির গল্প ও চিত্রনাট্য রুম্মান রশীদ খানের।
আগামী ঈদের পর ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন চয়নিকা চৌধুরী।
