স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়ার বাহাদিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে রত্না বেগম (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। জানা যায়, রত্না বেগম দুপুর ২টার দিকে বাড়ির পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
তারপর স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
পানিতে ডুবে মৃত রত্না বেগম পাকুন্দিয়া
উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল আওয়াল মিয়ার মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ছিলো।