Pakundia Pratidin
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

বারোমাসি তরমুজ চাষে সফল কুমরীর কৃষক মাসুদ মিয়া

প্রতিবেদক
Nazmul
সেপ্টেম্বর ১, ২০২০ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আকিবুর রহমান : পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী গ্রামের সফল চাষী মো: মাসুদ মিয়া ব্ল্যাক কুইন জাতের বারোমাসি তরমুজ চাষ করে বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন। ব্ল্যাককুইন জাতের বারোমাসি তরমুজের স্বাদ, রং ও উৎকৃষ্ট মানের হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে অধিক। সারা বছরই পাওয়া যাবে ব্ল্যাক কুইন জাতের এই বারো তরমুজ।

এই অঞ্চলের সর্বপ্রথম মো: মাসুদ মিয়া শুরু করেছেন এই ব্ল্যাক কুইন জাতের তরমুজ। তিনি তার ৩৫ শতাংশ জমিতে স্থানীয় কৃষি কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রেখে তার চাষ চালিয়ে যাচ্ছেন।

বারোমাসি এই ব্ল্যাককুইন মাচা তৈরি করে এপ্রিল মাসে সেখানে ব্লাক কুইন নামে বারোমাসি তরমুজের চারা রোপণ করা হয়। রোপণের পর চলতি মাসে প্রথম তরমুজ তোলা হয়। প্রতিটি তরমুজের ওজন হয় আড়াই থেকে চার কেজি। তরমুজের বাহির অংশ কুচকুচে কালো হলেও ভিতরে টকটকে লাল ও মিষ্টি।

স্থানীয় কৃষি কর্মকর্তা বলেন, বারোমাসি হাইব্রিড ব্লাক কুইন জাতের তরমুজ চাষ অত্যন্ত লাভজনক। এক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা প্রদান করা হয়।