১৯৯২ সালের ডিসেম্বরে গুড়িয়ে দেওয়া হয় ১৫ শতকের ঐতিহ্যবাহী ভারতের বাবরি মসজিদ। সেই ঘটনার দীর্ঘ ২৮ বছর পর আজ বুধবার মামলার রায় ঘোষণা হল।
ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়ে অভিযুক্ত ৩২ জনের সবাইকে বেকসুর খালাস দিয়েছেন ভারতের আদালত। লখনৌয়ের বিশেষ সিবিআই আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব রায়।
রায় ঘোষণার সময় অভিযুক্ত ৩২ জনের মধ্যে ২৬ জন আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে, বাবরী মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত ছিল না বলে রায়ের পর্যবেক্ষণে বলেছেন বিচারক।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।