
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা-পরিস্থিতি অবনতির দিকে ধাপিত হচ্ছে। নানা অঞ্চলের মানুষজন আশ্রয়, খাবার, চিকিৎসাসহ নানা সমস্যায় ভুগছে। তাই এ মহা বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল মানুষের অবশ্যকর্তব্য।
বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে পাকুন্দিয়া পাটুয়াভাঙ্গা অঞ্চলের মুরুব্বী, তরুণ আলেম ও সর্বসাধরনের সমন্বয়ে গঠিত ” বন্যা কবলিত মানুষের সহযোগীতায় ত্রান কমিটি”তে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাড়ান।
নিচে দেওয়া নাম্বারে অথবা সরাসরি এসে সাহায্যের হাত বাড়িয়ে দিন। অথবা নিন্মোক্ত নাম্বার সমূহে দেশে ও প্রবাস থেকে সরাসরি কথা বলুন।
বিকাশঃ01935291035 imo/whatsapp/telegram(পার্সোনাল)
বিকাশঃ 01721296354 (পার্সোনাল)

যারা রয়েছেন ত্রান কমিটিতে
