এম এ হান্নান : কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম মামুন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত মামুন কটিয়াদী উপজেলা বনগ্রাম ইউনিয়নে ভিটিপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মামুনের বাড়ী সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ির বিদ্যুতের মিটারের তার ঘরে সংযুক্ত হয়ে থাকে। দুপুর ১:৩০ মিনিটের দিকে নিহত ফাহিম মামুন বাড়ি থেকে পার্শ্ববর্তী পরিত্যক্ত সিদ্দিক মিয়া বাড়িতে যাচ্ছিলো। পরে ঘরে সংযুক্ত থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিত্যক্ত ঘরের বেড়াতে সংযুক্ত থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন মারা যায়।
পাপ্র/সুআআ