আশরাফুল ইসলাম মোরাদ : পাকুন্দিয়া,মঠখোলা মনোহরদী রোডে বটতলা বাজার হতে ড্রেনেরঘাট যাওয়ার পথে বেইলী ব্রিজ সংলগ্ন জামে মসজিদের সম্মুখে মালবাহী ট্রাক ও হোন্ডা সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং আহত অবস্থায় একজন মেডিকেলে চিকিৎসাধীন।
জানা যায়,আজ ২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ড্রেনেরঘাট জামে মসজিদের সামনে মালবাহী ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শাহ আলম (২৪ আনুমানিক) ও তার সাথে থাকা একজন গুরুতর আহত হয়। নিহত শাহ আলমের বাড়ী কাপাসিয়া উপজেলার ঘোষাকান্দা গ্রামে।