স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার ফ্রান্সে মাঝ আকাশে আল্ট্রা-লাইট বিমানের সঙ্গে অন্য একটি ছোট বিমান ডিএ ৪০ এর সাথে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
আল্ট্রা-লাইট বিমানে যাত্রী ছিলেন মাত্র দুজন। ডিএ ৪০ নামে অপর বিমানে ছিলেন তিনজন যাত্রী। বিমান দুটিতে সবমিলিয়ে পাঁচজন যাত্রীই ছিলেন।
জানা যায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লচেসে দুর্ঘটনার কবলে পড়ে বিমান দুটি। মাঝ আকাশে সংঘর্ষে দুটি বিমানে আগুন ধরে যায়। সংঘর্ষের পর বিমান দুটি ফ্রান্সের ছোট একটি শহরে বাগানের মধ্যে পড়ে যায়। পরে দমকলের ৫০ জন কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।