Pakundia Pratidin
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

ফুলে-ফুঁসে উঠেছে পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র নদ

প্রতিবেদক
Nazmul
জুলাই ২৯, ২০২০ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

পাকুন্দিয়া উপজেলাকে ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ করেছে ব্রক্ষপুত্র নদ। কিন্তু প্রতি বৎসর বর্ষণে কৃত্তিম বন্যা সৃষ্টি হয়ে নদটি দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় তীরবর্তী বাসিন্ধাদের। সম্প্রতি, বাহাদিয়া গ্রামের একাংশ এই বন্যায় প্লাবিত।

খোঁজ নিয়ে জানা যায়,অতিবৃষ্টি ও বন্যার পানিতে ব্রক্ষপুত্র নদ ফুলে উঠে নদী ভাঙ্গন ও নদী সংলগ্ন রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর পানি ফুলে ফেঁপে- ফুঁসে নদী সংলগ্ন বাড়ীগুলোতেও পানি উঠেছে। পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া চড়পারা এলাকা,রাস্তাঘাট, প্লাবিত হয়ে বন্যার পানি অসহায় মানুষদের ঘরবাড়িতে উঠে এসেছে। নির্বিঘ্নে চলাফেরা করতে পারছেনা এসব অঞ্চলের মানুষজন।

প্রতিবৎসর নদী ভাঙ্গন ও কৃত্তিম বন্যায় স্বাভাবিক জীবন বাঁধাগ্রস্থ হয় ব্রক্ষপুত্র নদের তীরবর্তী অঞ্চলের এসব মানুষদের। এ ব্যাপারে সচেতন মহল ও সরকারের দ্রুত কোন প্রদক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এসব অঞ্চলের জনসাধারণ।