স্বপন হোসেন : কিশোরগঞ্জের পাকুন্দিয়া পুলেরঘাট বাজারে ডা: জিয়াউদ্দিন টিটু পরিচালিত পিজি ডেন্টাল সার্জারীর আয়োজনে ৩ দিন ব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পের ৩য় দিন আজ সমাপ্ত হয়েছে ।
১৬, ১৭ ও ১৮ মার্চ এই তিন দিনের উদ্বোধনী দিন কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মাধ্যমে ক্যাম্পিং শুরু হয় এসময় প্রথম দিনে উপস্থিত ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জোটন, কিশোরগঞ্জ জেলা সরকারী গণ-গন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, নজরুল ইসলাম প্রমুখ।
২য় দিন উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরে- আলম খান।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার বায়তুল জাবিন সেতু, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আর এম ডাক্তার নাজিবুল হক আতিকুল্লাহ।
ডা: জিয়াউদ্দিন টিটুর নেতৃত্বে এসময় মেডিকেল টিমে ছিলেন ডা: মেহেদী হাসান,ডা:মান্না হক, ডেন্টাল সার্জন ডাঃ ফুয়াদ খান চৌধুরী, সেচ্ছাসেবক হিসেবে ছিলেন কাচিক স্কুলের রোভার স্কাউটের সদস্যবৃন্দ, ফাইজা ফাইরোজ ও লিথুন।
ক্যাম্পিং থেকে সেবাপ্রাপ্তদেরকে “সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট” এর পক্ষ থেকে ফ্রি টুথপেস্ট দেওয়া হয়।
পাপ্র/সুআআ