পাকুন্দিয়া উপজেলার ভৈরব ময়মনসিংহ হাইওয়ের পুলেরঘাট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সুমন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার (১৫ মার্চ) সকাল সারে ৯টার দিকে কিশোরগঞ্জ টু ভৈরব সড়কের পুলেরঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমনের গ্রামের বাড়ি হোসেনপুর উপজেলা সাহেদল ইউনিয়নের সাহেদল গ্রামে। নিহতের পিতার নাম হান্নান মিয়া ।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ওসি আব্দুল রাজ্জাক জানান, সকাল সারে নয়টার দিকে সুমন মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জ থেকে কটিয়াদীর দিকে ব্যবসায়ীক কাজে যাচ্ছিলেন। এসময় ভৈরব থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন। লাশ উদ্ধার করে ও ট্রাকটি আটক করে কটিয়াদী হায়ওয়ে থানায় নিয়ে যাওয়া হয় ।