Pakundia Pratidin
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-৪ উপনির্বাচনে নৌকা প্রতিকের জয়

প্রতিবেদক
Nazmul
সেপ্টেম্বর ২৭, ২০২০ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

পাপ্র ডেস্ক: গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাবনা- ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান বিশ্বাস বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বেসরকারীভাবে প্রকাশিত সংবাদে জানা যায় নুরুজ্জামান বিশ্বাসের নৌকা প্রতীকে প্রাপ্ত ভোট ২ লাখ ৩৯ হাজার ৯২৪। এবং
বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৭৬।

এদিকে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান ঈশ্বরদীর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্বাচন বাতিল করে তিনি পুনর্নির্বাচন দাবি করেন। তিনি বলেন নির্বাচনে কোনোরকম ভোটের পরিবেশ নেই। আমাদের নেতা-কর্মীদের নামে তিনটি মামলা দায়ের করে কর্মীদের এলাকা ছাড়া করা হয়েছে। কোনো সেন্টারে বিএনপির এজেন্ট দিতে দেওয়া হয়নি।