স্টাফ রিপোর্টার:
পাটুয়াভাঙ্গা হতে শিমুলিয়া বাজার হয়ে মধ্যপাড়া হাইওয়েতে সংযোগ রাস্তাটি পূনরায় নির্মান কাজ ইতোমধ্যে অধিকাংশ শেষ হলেও দুঃখজনকভাবে রাস্তার দুপাশে প্যারাসাইট দেওয়া হয়নি।যার ফলে রাস্তার বিভিন্ন জায়গায় দুপাশ থেকে মাটি সরে যাচ্ছে। যার ফলে অচিরেই রাস্তার দুপাশ ভেঙ্গে যেতে পারে। ইতোমধ্যে সরেজমিন ঘুরে দেখা যায় মধ্যপাড়া বাজারের প্রবেশ পথে মসজিদ সংলগ্ন একটি পুকুরের দিকে রাস্তার একপাশ ভেঙে মূল সড়কের অধিকাংশ পিচ পুকুরে পতিত হয়েছে।স্থানীয় সচেতন মহল বলছেন রাস্তার দুপাশে প্যারাসাইট না দেওয়ায় এর পাশ থেকে মাটি সড়ে গিয়ে অরক্ষিত হয়ে পড়েছে মূল সড়কের পিচ।তাই দ্বায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।