আকিবুর রহমান,
পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাছিমপুর গ্রামের সিরাজ মেম্বারের বাড়িতে আজ শুক্রবার বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু। সম্পর্কে তারা দুজন চাচাত ভাই।এবং একজন আহত।
সরেজমিনে গিয়ে জানা যায় আজ শুক্রবার সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় বিদুৎ এর তার সংলগ্নে সুপারী গাছ কর্তনের সময় বিদুৎ এর তারের সাথে সুপারী গাছের স্পর্শে শক হয়ে মাছিমপুর গ্রামের শিবলু মিয়ার ছেলে জীবন (৩০) ও ইসমাইলের পুত্র মোহন (২৫) নিহত হয়।উল্ল্যেখ্য,মোহন এইচ,এসসি পরিক্ষার্থী ছিল।এবং মোহনের বাবা ইসমাইল আহত হয়। মৃত দুজন সম্পর্কে চাচাত ভাই হয়।
বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুতে মাছিমপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।তাদের জানাজা মাছিমপুর ঈদগাহ মাঠে আজ আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে।