পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আজ ১১ জুলাই শনিবার সকালে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পাটুয়াভাঙ্গা নয়াপাড়া গ্রামের তালেব আলী মাষ্টারের বাড়ী সংলগ্নের আলাউদ্দিনের ছেলে রাজু মিয়া (১৮) আজ সকাল ৬:০০ ঘটিকার সময় বাড়ী সংলগ্ন জমিতে হাঁসের পালকে খাবার খাওয়াতে নিয়ে গিয়েছিলো। কিছুক্ষণ পর লোকজন তাকে উপুর করা অবস্থায় মাটিতে পরে থাকতে দেখে।স্থানীয়রা তাকে দ্রুত কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ও গ্রামবাসীর ধারনা বজ্রপাতেই তার মৃত্যু হয়। নিহত রাজু সালুয়াদি হামিদিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র ছিল।