Pakundia Pratidin
ঢাকাশনিবার , ২৯ জানুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাটুয়াভাঙ্গার আ: বাতেন চেয়ারম্যান চিরনিদ্রায় শায়িত

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রুপসার গ্রামের কৃতি সন্তান আ: বাতেন ভূঞা আর নেই। গতকাল ২৮ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

১৯৪৩ সালে জন্ম নেওয়া এ নেতা গুরুদয়াল সরকারী কলেজ থেকে পড়ালেখা শেষ করে কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন থেকে ১৯৭৭ সালে চেয়ারম্যান নির্বাচিত হোন। পরপর তিনি দুবার ও তার স্ত্রী জীবন নাহার ফুরকান চেয়ারম্যান নির্বাচিত হোন।

তিনি ছিলেন একজন সাহসী, তেজস্বী নেতা। পাটুয়াভাঙ্গার বিভিন্ন উন্নয়ন, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে তার সাহসী অবদানকে মানুষ স্মরণে রাখবে সুদীর্ঘকাল। আজ শনিবার দুপুর ২:৩০ মিনিটে তার জনাজায় বিভিন্ন গুনীজন তার সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন। তিনি মৃত্যুকালে তার স্ত্রী, তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থান (রুপসা, পাটুয়াভাঙ্গা)-য় তাকে সমাহিত করা হয়।