Pakundia Pratidin
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়া হিজলিয়ার এরশাদ মিয়া গত ৩ দিন ধরে নিখোঁজ

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ১৩, ২০২০ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 নিখোঁজ বিজ্ঞপ্তি

পাকুন্দিয়া উপজেলার হিজলিয়া গ্রামের মো: এরশাদ মিয়া (৪০) গত ১১-১০-২০ইং গত রবিবার তার শশুরবাড়ী চরকাওনা থেকে নিজ বাড়ী হিজলিয়াতে আসার জন্য শশুরবাড়ী থেকে বের হয়।এরপর থেকে এরশাদ মিয়ার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এরশাদ মিয়ার স্ত্রী মালি আক্তার পাকুন্দিয়া থানায় এ মর্মে একটি সাধারন ডায়েরি করেছেন।

সেখানে তিনি উল্ল্যেখ করেছেন, তার স্বামী মো: এরশাদ মিয়া, পিতা মইছ উদ্দিন, গ্রাম হিজলিয়া, পাকুন্দিয়া। সে মির্জাপুর বাজারে স’মিল ও ফার্নিচারের ব্যাবসায়ী।সে গত ১১-১০-২০ইং রবিবার সকাল ৭:৩০ মিনিটে তার শশুরবাড়ী চরকাওনা মইশাকান্দা থেকে নিজ বাড়ী হিজলিয়াতে আসার জন্য শশুরবাড়ী থেকে বের হয়। এরপর থেকে এরশাদ মিয়ার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

এরশাদ মিয়ার ফুল ছবি

এরশাদ মিয়ার ফুল ছবি

তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি,গাঁয়ের রং শ্যামলা,স্বাস্থ্য মাঝারী গড়নের,শরীরে প্রিন্টের লুঙ্গি ও হাফ হাতা টি-শার্ট পরহিত ছিল। এরশাদ মিয়ার স্বজনরা তার সন্ধান চেয়ে পাকুন্দিয়া প্রতিদিনে বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ করেন।

কোন স্ব-হৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পেলে যথাযথ ঠিকানায় যোগাযোগের অনুরোধ করেন।পরিবারের ফোন নাম্বার 01787-743721

পাকুন্দিয়া থানায় করা সাধারন ডায়েরীর কপি