Pakundia Pratidin
ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়া ভূঁইয়া কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে জেলা ব্যাপী ক্বিরাত প্রতিযোগীতা-২০২০ অনুষ্ঠিত

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ১৬, ২০২০ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

আকিবুর রহমান : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৬ নং পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিশুহাটি গ্রামের সামাজিক সংগঠন ভূঁইয়া কো- অপারেটিভ সোসাইটির উদ্দগে বি.সি.এস কুরআনের আলো ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী চকদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুল কাদির সিরাজী।উক্ত প্রতিযোগীতায় কিশোরগঞ্জে ২৫ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

উক্ত প্রতিযোগীতায় প্রধান বিচারক এর দায়িত্ব পালন করেন বিভিন্ন টেলিভিশনের প্রখ্যাত ক্বারী তোফায়েল আহমেদ। বিচারক প্যানেলে ছিলেন ঐতিহাসিক মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কাশেম বিপ্লব ও আন্তর্জাতিক ক্বারী মোহাম্মদ বিন রিফায়েতল্লা।

উক্ত প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন মঠখোলা কাছেমুল উলুম মাদ্রাসার ছাত্র সাকিবাল হাসান,দ্বিতীয় স্থান অর্জন করেন চরফারাদী জামেউল উলুম মাদ্রাসার শিক্ষার্থী ও তৃতীয় স্থান অধিকার করেন সাটিয়াদি নূরানী হাফিজিয়া মাদ্রাসা।

ভূঁইয়া কো-অপারেটিভ সোসাইটির সভাপতি ইমরানুর রহমান ভুঁইয়া পাকুন্দিয়া প্রতিদিনকে জানান মনোমুগ্ধকর এ আয়োজনে সর্বস্থরের জনতা সন্তুষ্ট। প্রতিবছর তিনি সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, স্থানীয় সিনিয়র ব্যক্তিবর্গ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর এ আয়োজনকে সঙ্গিত গেয়ে মাতিয়ে রাখেন কিশোরগঞ্জের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন”) ধুমকেতু শিল্পী গোষ্ঠী।