মো. স্বপন হোসেন, স্টাফ রিপোর্টার
পাকুন্দিয়া বাজার বণিক সমিতি নির্বাচন ২০২০ইং এর ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ২৬/১১/২০২০ইং) সকাল ১০ঘটিকা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাকুন্দিয়া উপজেলা হল রুমে অনুষ্ঠিত হলো পাকুন্দিয়া বাজার বণিক সমিতি নির্বাচনের ভোট গ্রহণ।
সারাদিনের ধারাবাহিকতার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল হাতে আসে। সুষ্ঠু ও মনোরম পরিবেশে ভোট গ্রহণের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কিছুটা হলেও সফলতার আবাশ দেখা যায়।
সন্ধ্যায় হাতে আসা ফলাফলের মধ্যে মোট ভোট ৫৯৫ তার মধ্যে কাস্টিং হয়েছে ৫২১ ভোট।
হেলিকপ্টার মার্কা প্রার্থী পেয়েছে ৩৬৪ ভোট, হরিণ মার্কা প্রার্থী পেয়েছে ৩৫৩ ভোট, আনারস মার্কা প্রার্থী পেয়েছে ৩১৬ ভোট, মোটরসাইকেল মার্কা প্রার্থী পেয়েছে ১৮০ ভোট, চেয়ার মার্কা প্রার্থী পেয়েছে ১৪৯ ভোট ও গোলাপ ফুল মার্কা প্রার্থী পেয়েছে ১২০ ভোট।