পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী গ্রামের শহর আলী প্রধানের বাড়ি সংলগ্ন মসূয়া বাজার থেকে ভূইয়া বাজার হয়ে পাকুন্দিয়া চলাচলের একমাত্র রাস্তার ওপর থাকা কালভার্টটি ভেঙে যায় বিগত চার মাস আগে।
গত মাসে পাকুন্দিয়ার জনপ্রিয় অনলাইন পোর্টাল পাকুন্দিয়া প্রতিদিন টিম সালুয়াদী গ্রামের জনদূর্ভোগের এ চিহ্ন পর্যবেক্ষণ করে ১৪ই নভেম্বরের এক সংবাদ প্রকাশ করে। উক্ত সংবাদ প্রকাশের ১৫ দিনের মধ্যেই দেখা যায় কার্লভাটটি নির্মাণের পদক্ষেপ জোরদার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল কার্লভাটটি পূন:নির্মাণের কাজের শুভ সূচনা করেন। বর্তমানে কালভার্টের দৈর্ঘ্য হবে দুই মিটার এবং প্রস্থ হবে সাত মিটার।
স্থানীয় জনগন চেয়ারম্যানের এ মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং উক্ত কাজের সঠিকমান নিশ্চিত করে সফল ভাবে কাজ বাস্তবায়নের প্রত্যাশা করছে।