Pakundia Pratidin
ঢাকারবিবার , ৬ ডিসেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়া দলিল লেখক সমিতির নতুন ভবন উদ্বোধন

প্রতিবেদক
Nazmul
ডিসেম্বর ৬, ২০২০ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া উপজেলা দলিল লেখক সমিতির নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (৫ ডিসেম্বর, ২০২০ইং) সকাল ১১টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাকুন্দিয়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আজহারুল হক খোকনের সঞ্চালনায় পাকুন্দিয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. বাছির উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সভাপতি মো. নুরে আলম ভূঁইয়া এ ভবনের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক যুবায়ের আহমেদ, কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন খান মানিক প্রমুখ।