Pakundia Pratidin
ঢাকারবিবার , ৭ ফেব্রুয়ারি ২০২১
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়া করোনা টিকা কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিবেদক
Nazmul
ফেব্রুয়ারি ৭, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

প্রাণঘাতী করোনাভাইরাস রোধে সারা দেশের ন্যায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক টিকাদান কর্মসূচি কার্যক্রম অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। করোনার প্রথম টিকা নিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান সহ ১০ জন। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় তারা টিকা গ্রহণ করেন।

এই টিকাদান কেন্দ্রে প্রতিষেধক টিকা দেয়া শুরু হয়েছে সকাল সাড়ে ১০টা থেকে।করোনাভাইরাস প্রতিষেধক টিকা কার্যক্রমে আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি -পাকুন্দিয়া) সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন শাহনাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন শাহনাজ জানান, উপজেলায় মোট ৮০০ টিকা পেয়েছি। আজ ১০ জনকে টিকা দেওয়া হয়েছে।
টিকা গ্রহণ করা পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান জানান, নিবন্ধন করে টিকা গ্রহণ করলাম। টিকা নেয়ার পর তেমন কোন অসুবিধা মনে হচ্ছে না।