মোকারিম হোসেন, পাকুন্দিয়া : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য সহকারি মোঃ আনোয়ার হোসেন রফিক মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি উত্তর পাড়া গ্রামের মৃত ছফির উদ্দীনের ছেলে।
আজ সোমবার (২২ আগস্ট) দুপুর ৩.৪৫ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দুই কন্যা, এক পুত্র ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা আগামীকাল ২৩ আগস্ট (মঙ্গলবার) সকাল ৯ ঘটিকায় তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে ওনার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার বড় ছেলে শাফায়েত হোসেন মাসুম।
পাপ্র/সুআআ