Pakundia Pratidin
ঢাকাশনিবার , ২২ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ–অনশন

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
অক্টোবর ২২, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

প্রধান প্রতিবেদক: বিগত সংসদ নির্বাচনের পূর্বে দেওয়া সংখ্যালঘুবান্ধব প্রতিশ্রুতিসমূহের অবিলম্বে বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গণ–অনশন করে।

শনিবার ( ২২ অক্টোবর) সকাল থেকে পাকুন্দিয়া সাবরেজিস্টার অফিস সংলগ্নে পাকুন্দিয়া প্রেস ক্লাবের সামনে গত নির্বাচনের আগে দেওয়া সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায়ে গণ–অনশন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রেস ক্লাবের সামনে ঐক্য পরিষদের পাকুন্দিয়া উপজেলার শাখার নেতা–কর্মী উপস্থিত ছিলেন এ কর্মসূচিতে।

২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। কিন্তু বর্তমান সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে জানাচ্ছেন ঐক্য পরিষদের নেতারা।

এই কর্মসূচিতে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলিপ রবিদাসের সঞ্চালনায় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পুজা উৎপাদন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সরকার, আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সহ-সম্পাদক রাজন সরকার, সাংগঠনিক সম্পাদক বাদল চন্দ্র বর্মন, কোষাধ্যক্ষ জুটন মোদক প্রমুখ।

পাপ্র/সুআআ