Pakundia Pratidin
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ১২, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে উপজেলা ও পৌর শ্রমিক লীগ।

শোভাযাত্রাটি পৌরসদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনটির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ।

উক্ত অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর মো. আসাদ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখসহ আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।