মহিম ইসলাম :
মুসলিম উম্মার ধর্মীয় রীতি অনুসারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার দিতে হয় প্রিয় পশু কোরবানি। তারই ধারাবাহিকতায় জমে উঠেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সবগুলো পশুর হাট।
সারা বিশ্ব এখন করোনা মহামারিতে তমতমে অবস্থা। তারমধ্য দিয়ে যতটুকু সম্ভব সরকারি বিধিনিষেধ মেনে চলছে কোরবানি পশুর হাট গুলো তারপরেও অনেকাংশেই নেই সামাজিক দুরত্ব অনেকের মুখে নেই মাস্ক।
পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের গরুর হাট,ঐতিহ্যবাহী কলাদিয়া সিড-স্টোর গো-হাট, মির্জাপুর গরুর হাট,হোসেন্দি হাইস্কুল খেলার মাঠ (বাজার সংলগ্ন), নারান্দী উচ্চ বিদ্যালয় এবং আরো কিছু গরুর হাটে গিয়ে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের উপছে পড়া ভির, চলছে দাম কষাকষি। ক্রতাদের নিকট বড় গরুর চাহিদা বেশি তার সাথে পাল্লাদিয়ে বিক্রি হচ্ছে ছোট গরুসহ দেশি-বিদেশি সব জাতের ছাগল।