কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাস্ক না পরায় ১৬ জন পথচারী কে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে ২৭৬০ টাকা জরিমানা করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৭ ডিসেম্বর) সাকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণরোধে বাধ্যতামূলক মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।১৬ জন পথচারীর কাছ থেকে মোট ২৭৬০ টাকা জরিমানা করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।