ডেস্ক নিউজ
পাকুন্দিয়া উপজেলার হিজলীয়া গ্রামে বিজ্ঞ পাকুন্দিয়া সহকারী জজ আদালত, কিশোরগঞ্জ এ দায়েরকৃত জমি সংক্রান্ত মামলা নং ৪৩/৯১ বাটোয়ারা নিষ্পত্তি পর্যায়ে বিবাদীগনের হার নিশ্চিত জেনে বাদী পক্ষের উপর মামলা উঠিয়ে আনার জন্য বিবাদী পক্ষ ও আত্বীয় গনগোষ্ঠী এবং কিছু আর্থিক সুবিধাভোগকারী সমর্থক প্রতিনিয়ত মামলা উঠিয়ে আনার জন্য বলপ্রয়োগপূর্বপক বাধ্য করতে বাদীর বাড়ীতে অবস্থান এবং বাড়ী থেকে বাদীকে বের করার জন্য প্রচেষ্টা নিয়েছে যা আদালত অবমামনার শামিল। বাদীগণেরপক্ষের ১নং বাদী ক.ম. আজিজুল করিম জানান “আমি এ ধরনের আদালত অবমাননার কাজে আমার জীবননাশের হুমকি হলেও আমি অংশগ্রহণ করতে পারিনা এবং ইহা কোভিড-১৯ স্বাস্থ্য সুরক্ষা আইনের সম্পূর্ণ পরিপন্থি।”