ডেস্ক রিপোর্ট:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার তারাকান্দি বাজারে এ ঘটনা ঘটে। সে মধ্য তারাকান্দি গ্রামের মোঃ সোহেল মিয়ার ছেলে এবং তারাকান্দি ফাজিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অভাব অনটন থাকায় সাগর লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করতো। শনিবার দুপুরে তারাকান্দি বাজারের শাহজাহানের বিল্ডিংয়ে কাজ করার সময় হটাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।